খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

কয়রায় সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

কয়রা প্রতিনিধি |
১১:৩৩ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সহ-ব্যবস্থাপনা (সিএমসি) কমিটির সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষন বুধবার সকাল ১০ টায় মানবকল্যান ইউনিটের হলরুমে অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্ট্রিলিয়ান এইডের সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও পরিবেশবীদ গৌরঙ্গ নন্দী। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন কোডেকের প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহরাব হোসেন। 
আলোচনায় বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহানুর আলম, সিএমসির কেশিয়ার মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন, কোডেকের ফিল্ড অফিসার মোঃ ফারুক হোসেন, ভিসিএফ সদস্য মোল­া মনিরুজ্জামান মনি, সাইফুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রোজিনা খাতুন, রোকেয়া পারভীন প্রমুখ। উলে­খ্য কোডেকের ব্লু ইকোনোমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস নামের একটি প্রকল্প কোষ্টাল এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম চলমান রেখেছে। সেই প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

্রিন্ট

আরও সংবদ