খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

নড়াইলে মুক্তিযোদ্ধা সংসদ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


নড়াইলে মুক্তিযোদ্ধা সংসদ কমিটি বাতিলের দাবিতে বুধবার দুপুর ১২ টা নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক। 
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের না জানিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সমন্বয়ে কমিটি করে নড়াইলে পাঠিয়েছেন। আমরা অনিয়মতান্ত্রিকভাবে গঠন করা এ কমিটি মানি না। দ্রুত কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, তা না হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে ।
উলে­খ্য চলতি বছরের ২১ আগস্ট (স্বারক নং-মুক্তি/নড়াইল/৩১/২৫) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নড়াইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটি ঘোষণা করে। বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহম্মদকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোখতার আলীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মেদ খানের স্বাক্ষর রয়েছে । 
এদিকে নতুন ঘোষিত জেলা কমিটি নড়াইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি ঘোষণা করেছেন। নতুন ঘোষিত উপজেলা কমিটি আবার ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। অবিলম্বে এই কমিটি গঠন প্রক্রিয়া বাতিল করে সকলের অংশগ্রহণের মাধ্যমে কমিটি গঠনের আহŸান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শরীফ বাদশা মিয়াসহ অনেকে। মুক্তিযোদ্ধাগণ  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 

্রিন্ট

আরও সংবদ