খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

শেখ সৈয়দ আলী, ফকিরহাট |
১১:৩৬ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৃৎশিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কাজে। চারদিকে বইতে শুরু করেছে উৎসবের আমেজ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবছর পূজামন্ডপের সংখ্যা বেড়েছে। ফকিরহাটের ৮ ইউনিয়নে এবার ৬৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গতবারের চেয়ে একটি বেশি।
মন্ডপগুলোতে গিয়ে দেখা যায় মৃৎশিল্পীরা বাঁশ, খড়, দড়ি ও কাঁদা-মাটির ছোঁয়ায় প্রতিমা গড়তে দিন-রাত পরিশ্রম করছেন। কোথাও চলছে মাটির কাজ, কোথাও আবার রং-তুলির আঁচড়ে মূর্ত রূপ পাচ্ছে প্রতিমা। দুর্গা, ল²ী, সরস্বতী, কার্তিক, গণেশ ছাড়াও অসুর ও সিংহ, ময়ুর, পেঁচাসহ অন্যান্য মূর্তি নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা।
পালপাড়ার শিল্পী অরুণ পাল ও লিটন পাল জানান, প্রতিমা তৈরির খরচ বেড়েছে, তবে মজুরি বাড়েনি। ধর্মীয় বিশ্বাস থেকেই তারা প্রতিমা তৈরি করছেন, কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছেন না। এছাড়া অতিবৃষ্টির কারণে কাজেও ভোগান্তি হচ্ছে। আকার ভেদে প্রতিটি প্রতিমার সেট তৈরিতে খরচ হচ্ছে ১৮ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত এবং একটি মন্ডপের পূর্ণাঙ্গ প্রতিমা তৈরি করতে সময় লাগে প্রায় ১৮ দিন।
ফকিরহাট উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য কল্যাণ পরিষদের সদস্য সচিব মিঠুন চন্দ্র রায় বলেন, ফকিরহাটে সা¤প্রদায়িক স¤প্রীতির ঐতিহ্য রয়েছে। প্রশাসন ও মুসলিম স¤প্রদায়ের সহযোগিতা পেলে এবারের দুর্গাপূজা আরও সুন্দর ও উৎসবমুখরভাবে সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন সরকারি বরাদ্দ এলে পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক করে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তাসহ সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাতে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
 

্রিন্ট

আরও সংবদ