খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

ডুমুরিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি জেল থেকে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে হুমকি

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৩৯ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের কুশারহুলা গ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কুশারহুলা গ্রামের মৃত বিকাশ গাইনের ছেলে উজ্জ্বল গাইন (৫০) জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ভূক্তভোগী পরিবারকে  ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে।
ডুমুরিয়ার থানার মামলার এজাহার থেকে জানা যায় শিশুটির মা স্বর্ণা বিশ্বাস (২৪) বাদী হয়ে চলতি বছরের গত ৮ মে তার তিন বছরের শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে ৯(১) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এ একটি মামলা দায়ের করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৯ মে আসামীর বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিলো। সকালে ওই বাড়িতে যায় শিশুটি। কিছু সময় পর মেয়েকে দেখতে না পেয়ে ডাকাডাকি করতে থাকি মা। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে আসামীর বসত ঘরে প্রবেশ করে দেখতে পায় উজ্জ্বল গাইন শিশুটিকে ধর্ষণ করেছে। এক পর্যায়ে শিশুটির মা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি বিভাগে ভর্তি করে। শিশুটির পরীক্ষা-নিরীক্ষার পর দায়িত্বরত চিকিৎসক ধর্ষণের আলামত পান। পরবর্তীতে গত ৮ মে  ডুমুরিয়া থানায় মামলা হলে ঐ দিনই অভিযুক্ত উজ্জ্বল গাইনকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। তবে মাত্র চার মাস পর জেল হাজত থেকে গত ১৫ সেপ্টেম্বর সে জামিনে মুক্তি পায়।
মামলার বাদী শিশুটির মা স্বর্ণা বিশ্বাস গণমাধ্যমকে জানান, আসামি উজ্বল গাইন জামিনে মুক্তি পেয়ে আরোও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। সে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকী ধামকি দিচ্ছে। এছাড়াও আমার শিশুর মেডিকেল রিপোর্টেও অসংজ্ঞতি রয়েছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার। আমার যেনো কোনভাবেই ন্যায় বিচার থেকে বঞ্চিত না হই। প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগ যেনো আমার শিশুটির ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহিন কাদিরের মুঠোফোনে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বলেন, মামলার তদন্ত তো শেষ, এই মামলার মেইন মেডিকেল, আমরা মেডিকেল রিপোর্ট টাও হাতে পেয়েছি। আমরা আসামি ও ভিকটিমের ডিএনএ টেষ্ট করাছিলাম। ডিএনএ রিপোর্টটা আমরা এখনও পাইনি। ঐটা মূলতবী আছে, ডিএনএ রিপোর্টটা পেলে আমরা মামলার চার্জশিট দিবো।

্রিন্ট

আরও সংবদ