খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

খবর প্রতিবেদন |
১১:৫৮ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৬১ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ হাজার ৮১৪ জনে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন। খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহে ১৯ জন, রাজশাহীতে ৫১ জন ও রংপুর বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে এ সময়ে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

একই সময়ে ৫০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৩৭ হাজার ৬৩৮ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বাংলাদেশে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। সেবার মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

্রিন্ট

আরও সংবদ