খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

পাটকেলঘাটায় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


পাটকেলঘাটা সোনামনি বীজ ভান্ডারে মেয়াদ উত্তীর্ণ বীজ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তানভীর। বুধবার বেলা সাড়ে ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সাতক্ষীরা জেলা শাখা মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করে। 
সূত্রে জানা যায় ভোক্তা অধিকার সাতক্ষীরা জেলা শাখা দীর্ঘদিন যাবত ভোক্তার অধিকার নিশ্চিত করার জন্য নিয়মিত  মোবাইল কোর্ট  পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে গতকাল পাটকেলঘাটা বাজারে রুটিন কাজ করতে আসেন। সোনামণি বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সোবাহান সরদার জানান আমি সুদীর্ঘ ৫০ বছর যাবত এই বীজের ব্যবসা করে আসছি। আমার বিরুদ্ধে কেউ হিংসাত্মকভাবে ভোক্তা অধিকার ডেকে মোবাইল কোর্টের মাধ্যমে আমাকে আর্থিকভাবে ক্ষতি করেছেন।

্রিন্ট

আরও সংবদ