খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

সাজেকে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে খুবির শিক্ষার্থী নিহত, আহত ১১

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৫ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


রাঙামাটি জেলার পর্যটন স্পট ‘সাজেক’ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের বহনকারী একটি চান্দের গাড়ি। এ দুর্ঘটনায় মোছাঃ রুবিনা আফসানা রিংকী নামে এক ছাত্রী নিহত হয়েছেন। এতে শিক্ষার্থী ও শিক্ষকসহ আরও ১১ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি  মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর  দেড়টার দিকে বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাটের সাজেক হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী মোছাঃ রুবিনা আফসানা রিংকী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুরের শিক্ষক দম্পতি আব্দুর রহমান ও জান্নাতুল ফেরদৌসের কন্যা। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি নং ২১১৭১৬। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের উদ্ধার করে দীঘিনালা ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
ট্যুরে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে রওনা হন। এই টিমে ৩৮ জন শিক্ষার্থী, ডিসিপ্লিন প্রধানসহ ৪ জন শিক্ষক ও ২ জন সাপোর্টিং স্টাফ ছিলেন। বুধবার সাজেক যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি চান্দের গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে যায়। ওই গাড়িতে একজন শিক্ষক ও ১১ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে রিংকী নিহত এবং অন্যরা আহত হন। আহতদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। 
জানা গেছে, মূলত সাজেক ভ্যালির খাড়া পথ উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পর্যটকবাহী গাড়িটি। প্রায় দেড়শ’ ফুট নিচে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। 
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সাজেকে গাড়ি দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোবেনা আক্তার পিংকি মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খুবি পরিবারের শোক : এ দুর্ঘটনায় ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার রুবিনা আফসানা রিংকির আত্মার মাগফিরাত কামনা করছে। একই সাথে আহত শিক্ষার্থী ও শিক্ষকের দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া প্রার্থনা করছে। 
খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
কেকেবিএইউ উপাচার্যের শোক : খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন থেকে শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খুলনা খান বাহাদুর আহছানউল­া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। এক শোক বার্তায় তিনি শিক্ষার্থী রুবিনা আফসানার রুহের মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবার এবং খুবি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সাথে তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। 

্রিন্ট

আরও সংবদ