খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

কারাগারে মৃত্যুর আগে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল স্ত্রীর অভিযোগ

খবর প্রতিবেদন |
০১:১১ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


মৃত্যুর আগে রাশিয়ার বিরোধী মতাদর্শী নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। তার দাবি, ল্যাবরেটরি পরীক্ষায় এই বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে। বুধবার এক্স-পোস্ট এক ভিডিও বার্তায় ইউলিয়া অভিযোগ করেন, তার স্বামীকে আসলে হত্যা করা হয়েছিল।
৪৭ বছর বয়সী দুর্নীতিবিরোধী অ্যাক্টিভিস্ট নাভালনি ১৯ বছরের কারাদণ্ড ভোগের সময় মৃত্যুবরণ করেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ছিলেন।
ইউলিয়া নাভালনায়া বলেন, শেষকৃত্যের আগে সহযোগীরা নাভালনির ‘জৈবিক নমুনা সংগ্রহ এবং নিরাপদে বিদেশে স্থানান্তর করতে সক্ষম হয়েছিল।’ এরপর সেগুলো পরীক্ষার জন্য দুটি পরীক্ষাগারে পাঠানো হয়।
নাভালনায়া বলেন, দু’টি ভিন্ন দেশের এই ল্যাবগুলঅ একই সিদ্ধান্তে পৌঁছেছে যে, নাভালনিকে হত্যা করা হয়েছিল। আরও স্পষ্ট করে বলতে গেলে, তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল।
তিনি নমুনা বা পরীক্ষার ফলাফল সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। এ বিষয়ে মস্কো থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
রাশিয়ান কর্তৃপক্ষ এর আগে বলেছিল, আলেক্সি নাভালনি ইয়ামালো-নেনেটস অঞ্চলের খার্পে অবস্থিত আইকে-৩ পেনাল কলোনিতে হাঁটার সময় হঠাৎ মারা যান। তদন্তকারীরা বলেন, তিনি বিভিন্ন ‘রোগের সংমিশ্রণ’ থেকে মারা গেছেন।
 

্রিন্ট

আরও সংবদ