খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

খুলনায় আদালত চত্বরে অতর্কিত হামলার শিকার আবু বক্কর নামে এক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৫ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


খুলনার একটি আদালত থেকে সাক্ষী দিয়ে বের হওয়ার সময় অতর্কিত হামলার শিকার হয়েছেন মোঃ আবু বক্কর মোড়ল নামে এক ব্যবসায়ী। গতকাল বুধবার খুলনার সিএমএম আদালত চত্বরে এঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। 
অভিযোগ সূত্রে জানা যায়, একটি মামলার বাদী হওয়ার কারনে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪নং আদালতে সাক্ষী দিতে আসেন মোঃ আবু বক্কর মোড়লে। সাক্ষী দেওয়া শেষে বের হওয়ার সময় সিএমএম আদালতের সামনে আসলেই নিরালা এলাকার বাসিন্দা মোনতাজ আলী গাজীর পুত্র মোঃ হানিফ উদ্দিন ও অজ্ঞাত ঠিকানার টুটুল নামে এক ব্যক্তি ১০-১৫ জনকে সাথে নিয়ে তার ওপর হামলা চালায়। ব্যবসায়ী আবু বক্করকে আঘাত করে রক্তাক্ত জখম করে তারা। এছাড়াও তার সাথে থাকা বোন ও ভাগ্নিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলাকারীরা। আহত হওয়ার পর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 
ব্যবসায়ী আবু বক্কর মোড়ল বলেন, আদালত থেকে সাক্ষী দিয়ে বের হওয়ার সময় হঠাৎ করে কয়েকজন তার ওপর হামলা চালায়। সেখানে হামলাকারীরা আমাকে আওয়ামী লীগ নেতা সাজানোর চেষ্টা করেছে। পরে সেখানে থাকা লোকজনদের কাছে এসব কথা প্রমান করতে না পেরে তারা পালিয়ে যায়। তবে মারধরের কারনে রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

্রিন্ট

আরও সংবদ