খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

মোটরসাইকেল চালক-আরোহীকে হেলমেট ব্যবহার করতে হবে : কেএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক |
০১:৪০ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেছেন, মোটরসাইকেল চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। তিনি খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহŸান জানান।
বুধবার সকাল ৯টায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কল্যাণ সভায় সভাপতির বক্তৃতায় পুলিশ অফিসারদের প্রতি তিনি এই নির্দেশ দেন।
সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ কমিশনার উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে আরো বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সুপারভাইজিং পদের কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। পুলিশ লাইন্স পরিষ্কার পরিচ্ছন্নতা রাখায় সকলকে ধন্যবাদ জানান। প্রত্যেক পুলিশ সদস্যের শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ প্রদান করেন।
সভায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডাঃ সৈয়দ একেএমএন করিম স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকতে হবে এবং অসুস্থ হলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরি জীবন শেষে ২ জন পুলিশ সদস্য বার্ধ্যক্যজনিত ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ