খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

আশাশুনি মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও তথ্য কর্ণারের উদ্বোধন ‎

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


রূপান্তরের আয়োজনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা, মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার ও প্রবাসী কল্যাণ ডেক্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি তথ্য কর্ণার ও প্রবাসী কল্যাণ ডেক্স উদ্বোধন করেন। জেলা সিটিআইপি সদস্য সোহেল আহমেদের পরিচালনায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব খান আহাদুর রহমান। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ইমাম, সাংবাদিক, সিটিআইপি ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রূপান্তরের প্রতিনিধি ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল। ‎উলে­খ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড এ্যাম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম পরিচালনা করছে।

্রিন্ট

আরও সংবদ