খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৪ আশ্বিন ১৪৩২

আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে দাকোপে বিএনপি’র বিক্ষোভ

দাকোপ প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বের হওয়া বিক্ষোভ মিছিলটি চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৌমার গাছতলায় এক পথসভায় সমাবেশে রূপ নেয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অসিত কুমার সাহা এবং উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। সভায় আরও উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক মোজাফফর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, এসএম গোলাম কাদের, মইদুল ইসলাম, কামরুজ্জামান টুকু, জান্নাতুল ফেরদৌস, শেখ রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মাহাবুর মোল­া, আশরাফ হোসেন, শহিদুল মোল­া, শফিকুল ইসলাম মোল­া, আব্দুর রাজ্জাক মোল­া, দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক শেখ, ফেরদৌস সানা, আজিম হাওলাদার, রতন রায়, মেশকাত মোল­া, সমির সাহা, মাহাবুব শেখ, আশিষ ব্যানার্জী, খোকন গাজী, হক শেখ, সমীর সাহা, সাবিক্ষর শেখ, অনুপ হালদার প্রিন্স, আরিফ বিল­াহ সরদার, খোকন গোলদার, মাসুদ আহমেদ রানা, হক শেখ, সাদ্দাম হোসেন, ইলিয়াস সরদার, শিশির বিশ্বাস পল্টু, বিজন গোলদার, মিজান শেখ, ইমরান হোসেন শাহাদাত, সঞ্জয় মহালদার, শরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, মুজাহিদুল ইসলাম, মোস্তাকিম শেখ, জয়নুল গাজী, আরাফাত শেখ, জিএম রুমন, রিয়াজ সরদার, রিফাজ সরদার, ফজলুল করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী। বক্তারা বলেন, বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তারা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
 

্রিন্ট

আরও সংবদ