খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

খুলনায় প্রথমবারের মত ফ্রী ফায়ার ল্যান্ড টুর্নামেন্ট

খবর বিজ্ঞপ্তি |
১১:৫৫ পি.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


খুলনায় প্রথমবারের মত ফ্রী ফায়ার ল্যান্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গেল সরকারি সুন্দরবন আদর্শ কলেজে, টুর্নামেন্টির কলেজ পরিচালনায় ছিল সুন্দরবন কলেজের রওফাত ও শিক্ষার্থীবৃন্দ। 
টুর্নামেন্ট পরিচালনা করেন সৌমেন সাহা (Mr. ROOT) এবং জাকারিয়া ফরিদ বাপ্পি (ALCHEMIST E-SPORTS LEADER) এবং সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা ছিল সুন্দরবন সরকারি কলেজ ছাত্রদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ। টুর্নামেন্টে কলেজের ৯৬টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে Zero Seven E-sports, দ্বিতীয় স্থান অধিকার করেছেন FLUX FALCON এবং তৃতীয় স্থান অধিকার করেছে ARCTIC AVENGERS টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন কলেজের প্রধান অধ্যক্ষ প্রফেসর আবু তাহের, আনিছুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন প্রভাষক (ICT) এসএম রকিবুল আনাম এবং মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। টুর্নামেন্টের স্পন্সর করেন Garena Free Fire official MANGROVE E-SPORTS. 

্রিন্ট

আরও সংবদ