খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

জনউদ্যোগ খুলনার আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


জনউদ্যোগ খুলনার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্ব বানিয়াখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পরিবারই প্রথম বিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্ব বানিয়াখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল। মুখ্য আলোচক ছিলেন জনউদ্যোগ খুলনার আহবায়ক মানস রায়। অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ দেবদাস মন্ডল ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সওকত আলী শেখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসরিন জাহান, সুফিয়া বেগম, বর্ণী দে, রুমানা আক্তার, আফরোজা সুলতানা, সৈয়দা আলীজা মমতাজ, দিলরুবা ইয়াসমীন, জবা রানী বালা, মারিশানগসীন, সিরাজুমমুনরি পান্না ও পলি সেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ