খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

অভয়ারণ্যে মাছ ধারার অভিযোগ ৭টি নৌকাসহ ৫ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৫ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগ পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে  সুন্দরবনের নোটাবেঁকীর টহলফাঁড়ির সদস্যরা রায়মঙ্গল নদীর বাওনে নোটাবেকীর অভয়ারণ্য থেকে তাদের আটক করে। 
ডেপুটি রেঞ্জার আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একই এলাকা থেকে সাতটি ডিঙি নৌকা ও সাদা মাছসহ মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। আটক জেলেরা হলো, শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের আশরাফ গাজীর ছেলে আজিবর গাজী (৪৬), একই গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে রফিকুল সরদার (৩৮), কালিঞ্চি গ্রামের মৃত মোরশেদ শেখের ছেলে রেজাউল (৪৩), একই গ্রামের আজিজুল গাজীর ছেলে জাহিদুল (২২) ও গোলাখালী গ্রামের  মৃত সুশীল মন্ডলের ছেলে দুখে মন্ডল (৪০)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক জানান এসব জেলেরা বনবিভাগের অনুমতি নিয়ে মাছ শিকারের জন্য সুন্দরবনে প্রবেশ করে। কিন্তু ভিতরে প্রবেশের পর তারা সংরক্ষিত অভয়ারণ্য ঢুকে মাছ শিকার করছিলেন। সকলকে আটকের পর বন আইনের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ