খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

দিঘলিয়া বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ২৫ সেপ্টেম্বর, তিন পদের ১১ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৬ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ১১ জন প্রার্থী। মনোনয়ন সংগ্রহ, জমা ও প্রতীক বরাদ্দ দেয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। 
নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং দু’টি সাংগঠনিক পদের বিপরীতে ৭ জনসহ তিনটি পদের বিপরীতে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন জেলা বিএনপি’র প্রধান নির্বাচন কমিশনার এড. চৌধুরী আব্দুস সবুর।
সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু (আনারস) ও ডাঃ হাফিজুর রহমান (ছাতা)। সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মলি­ক (তালা) ও মলি­ক নাজমুল হুদা (টিউবওয়েল)। সাংগঠনিক দুই পদের বিপরীতে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন; তারা হলেন সাবেক উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল­া নাজমুল হক (সিলিং ফ্যান), উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া মনিরুজ্জামান (দেয়াল ঘড়ি), মোঃ আকিদুল শরীফ (আপেল), ডাঃ জিয়াউর রহমান (ঘোড়া), মোঃ হাসিবুর রহমান (চশমা), শরীফ ইমামুল  হোসেন (টিয়া পাখি)। আগামী ২৫ সেপ্টেম্বর উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন দিঘলিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপি’র ৪টি ইউনিয়নের ২৮৪জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।
 

্রিন্ট

আরও সংবদ