খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

২২নং ওয়ার্ডে হুইল চেয়ার বিতরণ

বিএনপি নেতা দুলু’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ, স্মরণ সভা-দোয়া বিকেলে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


মহানগর বিএনপি’র প্রয়াত যুগ্ম-আহবায়ক সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ, ১৯ সেপ্টেম্বর। ২০২২ সালের এই দিনের বেলা সাড়ে ১১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন তিনি। প্রয়াত বিএনপি নেতা আজিজুল হাসান দুলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি। এ উপলক্ষে ২২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে গতকাল অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা।
আজ শুক্রবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক মরহুম আজিজুল হাসান দুলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। স্মরণ সভা ও দোয়া মাহফিলে, খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২০ আগস্ট সকালে আজিজুল হাসান দুলু অসুস্থ অনুভব করলে প্রথমে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিক তাকে রিং পরানো হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সন্তান ও স্ত্রীসহ অসংখ্য নেতা-কর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অপর দিকে, নগরীর ২২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন ২২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এস এম নুরুল আলম দিপু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল সরদার, সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম লিটন, সদর থানা বিএনপি’র সদস্য শেখ জিয়াউর রহমান জিয়া, মোঃ শহিদুল ইসলাম, সাহারুজ্জামান মুকুল, মোঃ শুকুর চৌধুরী, আল আজমল ভূঁইয়া, মাহবুব আলম লাবু, এম এল মতিন মন্টু, শহিদুল ইসলাম, মোঃ লাবু শাহ ও লুৎফর প্রমূখ।

্রিন্ট

আরও সংবদ