খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

রূপসা কলেজে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

রূপসা উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৮ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


খুলনার রূপসা উপজেলার মানচিত্রে একই নামে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করায় বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠান দু’টি হলো ‘রূপসা কলেজ’ ও ‘রূপসা সরকারি কলেজ’। নামের এই বিভ্রান্তি দূরীকরণের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রূপসা কলেজ শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজ শিক্ষার্থীরা। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল­াহ। লিখিত বক্তব্যে বলা হয়েছে, ১৯৮৬ সালে খুলনা-মোংলা মহাসড়কের উত্তর পাশে বাগমারা মৌজায় তিন দশমিক ৪৩ একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। রূপসা কলেজ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয় এটি ইতিহাসের স্বাক্ষী। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা, আন্তরিকতা, অকৃত্রিম ভালোবাসা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বিদ্যাপীঠটি। প্রায় চার দশক ধরে এ প্রতিষ্ঠানটি হাজার হাজার শিক্ষার্থীকে জ্ঞানচর্চার আলোয় আলোকিত করে আসছে।
অপরদিকে রূপসা উপজেলার অপরপ্রান্তে ভৈরব নদের তীরে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু কলেজ নামক শিক্ষাপ্রতিষ্ঠানটি। এদেশের ছাত্র-জনতার 
তোপের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে ‘বঙ্গবন্ধু কলেজ’ নামটি পরিবর্তন করে ‘সরকারি বেলফুলিয়া কলেজ’ নামকরণ করা হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ২০২৫ সালের ২৮ মে প্রেরিত এক প্রজ্ঞাপনে সরকারি বেলফুলিয়া কলেজ নামটি পরিবর্তন করে ‘রূপসা সরকারি কলেজ’ নামে পুনঃনামকরণ করা হয়েছে। কিন্তু এমন নামকরণের ফলে উক্ত দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলা হয় রূপসা কলেজে ডাকযোগে আসা গুরুত্বপূর্ণ চিঠিপত্র ভুলক্রমে রূপসা সরকারি কলেজে এবং রূপসা সরকারি কলেজের চিঠিপত্র ভুলক্রমে রূপসা কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। অনলাইন ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা বিভ্রান্তির শিকার হচ্ছে সবচে বেশি। চলতি বছর প্রায় ৫০ জন শিক্ষার্থী রূপসা কলেজে ভর্তির ইচ্ছা থাকা সত্তে¡ও ভুলক্রমে আবেদন করছে রূপসা সরকারি কলেজে। অনার্স (সম্মান) কোর্সে প্রতি বছর ভালো ফলাফলের জন্য প্রায় ৩শ’ জন শিক্ষার্থী আবেদন করলেও এবছর আবদেন এসেছে মাত্র ২৫ জন। ফলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিভ্রান্তি দূর করতে হলে সরকারের সদ্য নামকৃত ‘রূপসা সরকারি কলেজ’ এর নাম পরিবর্তন জরুরি বলে মনে করেছেন কলেজ কর্তৃপক্ষ।
বিভ্রান্তি দূর করতে রূপসা সরকারি কলেজটি “সরকারি  ভৈরব কলেজ” (কারণ কলেজটি ভৈরব নদীর তীরে অবস্থিত) বা “সরকারি বেলফুলিয়া কলেজ” (স্থানীয়ভাবে পরিচিত পূর্ব নামানুসারে) নামকরণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন রূপসা কলেজ কর্তৃপক্ষ। এ বিভ্রান্তি দ্রুত নিরসন করে রূপসা কলেজকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষসহ শিক্ষকবৃন্দ।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক উদ্ধব চন্দ্র পাল, মোঃ ইমদাদুল হক, নাসরিন নাহার, হাফিজুর রহমান, নুসরাত জাহান লিলি, শেখ আরিফুজ্জামান, শ্যামল কুমার দাস, সেখ রেজাউল করিম, মোঃ সহিদুল­াহ, মোঃ হুমায়ুন কবির, সুলতানা আহম্মেদ, প্রভাষক মোঃ শিহাব উদ্দিন, কে এম খায়রুল বাসার, গীতা বর্মন, ইভা রানী, পিঞ্জিরা খানম, সারমিন রিমা, মোঃ রিপন আলী, নুরজাহান নাসরিন, মোঃ আক্তারুজ্জামান, মাহমুদা রহমান সুরাইয়া রহমান আবু সাঈদ, ক্রীড়া শিক্ষক অনিরুদ্র কুমার বাহাদুর, লাইব্রেরিয়ান আফসানা খাতুন, প্রদর্শক রাহা গোবিন্দ লাল, পারভিন নাহার প্রভাষ চন্দ্র পাল, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পিয়াস, সিনিয়র সহ-সভাপতি জিহাদ মোল্লা, ছাত্রনেতা রনি, আব্দুল্লাহ শেখ, নাঈমুল ইসলাম, সিয়াম প্রমুখ।
রূপসা সরকারি কলেজ (বর্তমান নাম) এর অধ্যক্ষ গোপাল চন্দ্র মন্ডল এ প্রতিবেদককে বলেন, একই উপজেলায় প্রায় একই নামে দু’টি কলেজ (রূপসা কলেজ ও রূপসা সরকারি কলেজ) হওয়াই আমাদেরও মারাত্মক জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে অনলাইনে ভর্তি সংক্রান্ত ব্যাপারে শিক্ষার্থীরা চরম সমস্যায় পড়েছে। তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মতে গত ৫ আগস্টের পর সরকারি বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে সরকারি বেলফুলিয়া কলেজ নামকরণ করা হয়। এরপর চলতি বছর ২৮ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত এক প্রজ্ঞাপনে কলেজটির নাম পরিবর্তন করে রূপসা সরকারি কলেজ নামকরণ করা হয়েছে। অতি শিগগিরই এ সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 

্রিন্ট

আরও সংবদ