খুলনা | সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২

কপিলমুনিতে হাজী ছেপের উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৫


বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রনয়ণকারী, শিক্ষানুরাগী বিশিষ্ট দানবীর হাজী ছেপের উদ্দিন সরদারের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী রফিকুল আলমের সভাপত্বিতে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুধাংশু কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সরকারি পাইনিওয়ার মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোকারম হোসেন, ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম আহাদ, পাইকগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজান আলী শেখ, এইচএম শফিউল ইসলাম, প্রবীর বিশ্বাস জয়, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম ও সহ-প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দানবীর হাজী ছেপের উদ্দিন সরদার ছিলেন একজন শিক্ষানুরাগী। এ অঞ্চলের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কপিলমুনি মহাবিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয় ও নোয়াকাটী ইফতেদায়ী মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহীম খলিল।

্রিন্ট

আরও সংবদ