খুলনা | সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২

রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে মহালয়া উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৫ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৫


শারদীয়  দুর্গোৎসবের শুভ মহালয়ায় পিতৃপক্ষ শেষ দেবীপক্ষের সূচনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মহালয়ার এদিনে ক্রধাসুর মহিষাসুর দমনেই দশভূজারূপে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শান্তির বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে। আসন্ন শারদীয়া দুর্গার আগমনী উপলক্ষে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির পূজা কমিটির আয়োজনে রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহালয়া উদযাপিত হয়।
মহালয়ার ভোরে ভক্তরা মন্দিরে অশুভ শক্তির বিনাস ও শান্তির প্রত্যাশায় দেবীদুর্গার আরাধনা করেন। খুলনা শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী ধর্মানন্দজী মহারাজসহ অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর শ্রীশ্রীচন্ডী পাঠের মাধ্যমে দেবীদুর্গাকে আহŸান করা হয়। চন্ডী পাঠ করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রশিক্ষক মেধস ব্যানার্জী। পূর্বপুরুষদের স্মরণ করে তিল তর্পণ ও শ্রাদ্ধাদি কার্য সম্পন্নপূর্বক তাঁদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মন্দির ভিত্তিক গীতা স্কুলের প্রশিক্ষক লগ্ন সাহার পরিচালনায় মায়ের আগমনী গান, কমলমতি শিশুরা নৃত্য পরিবেশন করে এবং মহিষাসুর মর্দিনী গীতনাট্য অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের সভাপতি বিজয় কুমার ঘোষ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রতন কুমার নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর কমিশনার (অবঃ) প্রশান্ত কুমার রায়। সম্মানীত অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (অবঃ) নিশ্চিন্ত পোদ্দার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, ৩০নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা লিটন চন্দ্র হালদার, মহানগর পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা সাংবাদিক প্রবীর কুমার বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী, পূজা কমিটির স্বপন কুমার মন্ডল, নারায়ণ চন্দ্র দাস, সাধন রায়, দুলাল সরকার, সমীর সাহা, চিন্ময় সাহা রাজু, অসিত বরণ সরকার, দিলীপ দেবনাথ, জয় কৃষ্ণ মন্ডল, পরিমল চন্দ্র দাস, মৃণাল কান্তি সরকার, সন্তোষ মজুমদার, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, পার্থ চক্রবর্ত্তী, হরিপদ দাস পাগল, তাপস তালুকদার, অনুপ সরকার, পলাশ সরকার, রনি সরকার, মনোজ দাস, শ্যামল শীল, মনতোষ তালুকদার ও রবীন মন্ডল প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ