খুলনা | সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২

১৩ পদের বিপরীতে প্রার্থী ৪৬

নগরীর ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:০৬ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৫


দীর্ঘ দেড় বছর পর নগরীর ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচন আজ, ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ৪৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বাজারের ভোট উত্তেজনা ছাড়িয়ে আজ ভোট উৎসবের অপেক্ষায় গোটা বাজারের ব্যবসায়ীরা। একই সাথে নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি পদে যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়ছেদ আলী (চেয়ার) এবং ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নানের ছেলে খানজাহান আলী থানা বিএনপি নেতা মোঃ আল মামুন জুয়েল (ছাতা); এই দু’জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। সহ-সভাপতি ২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন। প্রার্থীরা হলো নুরুল আমিন (আম), মাসুদ মোড়ল ( মাছ), মোঃ সিরাজ আলী (গাভী), মোঃ আঃ আউয়াল ব্যাপারী (জায়নামাজ), মোঃ নজরুল ইসলাম (রিকশা), শেখ হাসিবুর রহমান উজ্জ্বল (বালতি), মোঃ রসুল কাজী লিটন(দেয়াল ঘড়ি), মোঃ বাচ্চু শেখ (টিউবওয়েল)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন। তারা হলেন মোঃ কাজী হাফিজুর রহমান (প্রজাপতি), মুন্সী আব্দুর রব (হারিকেন), আজিজুর রহমান আজু (বাঘ), সৈয়দ গোলাম কিবরিয়া (তালা), মোঃ আজাদ বেগ বাবু (মই), মোঃ আল মামুন (মোরগ), শেখ হুমায়ুন কবির বিল­াল (টুপি), জাকির হোসেন (মটর সাইকেল)। সহ-সাধারণ সম্পাদক ২টি পদে প্রার্থী হয়েছেন ৬ জন, তারা হলেন মোঃ নাসির শেখ (হরিণ), মোল্যা আবুল কালাম আজাদ (মোমবাতি), মোঃ জামাল হোসেন বিশ্বাস (চশমা), আজাদ হাওলাদার (পান), মোঃ আজিবর রহমান (কলস), মোঃ হাসান বেগ (তারা)। সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো শামীম আহমেদ (গরুর গাড়ি), মোঃ সওকত আলী মোড়ল (দোয়েল), শেখ জাহিদ হোসেন (টেবিল), মোঃ মেহেদী হাসান বাপ্পী (কাঁঠাল)। প্রচার সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো ইলেকট্রিক মিস্ত্রী মোঃ নজরুল ইসলাম (ঘোড়া) ও মোঃ আব্বাস তালুকদার (মাইক), কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মোঃ হাবিবুর রহমান (হাতি) ও মোঃ মোতালেব হোসেন (আনারস), ধর্ম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন মোঃ নুর আলম (বটগাছ), মোঃ ওলিউল্যাহ (তসবি), মোঃ সাহাজান (ফুটবল), মোঃ মিরাজুল ইসলাম (ব্যাট)। এছাড়াও কার্যকরী সদস্য ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১০ জন, তারা হলো মোঃ মাসুম বিল­াহ (টিয়াপাখি), মোঃ আবু বকর সিদ্দিক (স্বাধীন) (সূর্যমুখী), আল মামুন (কবুতর), মোঃ শাকিব  (লঞ্চ), মোঃ পলাশ (মগ), মোঃ আবু বক্কর (রেলগাড়ী), মোঃ ইয়াসিন ফরাজী (বক), মোঃ নান্টু সরদার (কোদাল), মোঃ মোজাফফার হোসেন (বাসগাড়ি) এবং মোঃ মোফাজ্জেল হোসেন (ডাব)।
আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাজারের মোট ১৬৫৮ জন ভোটার তাদের মূল্যবান প্রদান করে আগামী তিন বছরের জন্য ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ১৩টি পদে নেতা নির্বাচিত করবেন। 
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান হাফিজী, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল­া সোহাগ হোসেন এবং সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন মিজান ও চৌধুরী প্লাজার স্বত্বাধিকারী মোঃ মইন চৌধুরী। সহযোগী হিসাবে দায়িত্ব পালন করছেন আনছার উদ্দিন ও মোঃ জহির উদ্দিন লিটন।

্রিন্ট

আরও সংবদ