খুলনা | সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২

মোল্লাহাটে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে মাহফুজ শেখ (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দী এলাকার নিজ মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মাহফুজ শেখ ওই এলাকার আলি মিয়া শেখের ছেলে। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মৃত মাহফুজের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ ঘেরে কাজ করতে যান মাহফুজ। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা ঘেরে গিয়ে তার নিথর দেহ দেখতে পান। পরে দ্রুত মোল­াহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে পার্শ্ববর্তী ঘের মালিকের ছেলেদের সঙ্গে মাহফুজের বিরোধ হয়েছিল। এ ঘটনায় তাকে মারধরও করা হয়। এরপর থেকে তাদের ঘেরে যাতায়াত বন্ধ হয়ে যায়।
ওই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে মাহফুজকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। তারা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবার ও স্থানীয়রা মৃতের রহস্য উদঘাটনসহ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হক জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

্রিন্ট

আরও সংবদ