খুলনা | সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২

সাতক্ষীরায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক : ১৫ বাংলাদেশীকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৭ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৫


ভারতে আটক নারী ও শিশুসহ অরো ১৫ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা সদ উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত এক পাতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সোয়া ৯টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় পুলিশে সোপর্দ করা হয়।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের প্রশান্ত রায়ের স্ত্রী অনিতা মন্ডল (২৯), তাদের মেয়ে সুপর্ণা মন্ডল (৬), খুলনার কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে নূর নবী গাজী (৪০), নূর নবী গাজীর স্ত্রী মুরশিদা খাতুন (৩৫), তাদের ছেলে আলম গাজী (১২) ও মেয়ে হালিমা পারভীন (৯), একই গ্রামের আরশাদ ঢালীর ছেলে মেহেরালী ঢালী (৬০), মেহেরালী ঢালীর স্ত্রী তহমিনা খাতুন (৫৫), তাদের মেয়ে রিনা পারভীন (২০), একই উপজেলার পাটাখালী গ্রামের ফজর মিয়ার ছেলে আনিসুর রহমান (৩৬), আনিসুর রহমানের স্ত্রী মায়মুনা খাতুন (৩০), তাদের ছেলে মুস্তাকিম (১০) ও মেয়ে তানিয়া খাতুন (৭), যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের সুফল মন্ডলের ছেলে দীপু মন্ডল (২৩) এবং শরীয়াতপুর জেলার শরীয়াতপুর গ্রামের মোঃ আজিজুল ইসলামের স্ত্রী মিস, আমেনা আক্তার (২২)।
বিজিবি সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জলোর হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ দিকে ভারতীয় বিএসএস আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরাস্থ বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম এর মধ্যস্থতায় তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সোয়া ৯টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায়  নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম (৫৬) বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
 

্রিন্ট

আরও সংবদ