খুলনা | সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশের অপরাধে ব্যবসায়ীর জরিমানা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে নজরুল ইসলাম (৪৬) নামে এক মাছ ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপদ্রব্য পুশকৃত ২৫ কেজি বাগদা চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ^াস উপজেলার কৃষ্ণনগরের কালিকাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মাছ ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশ করা ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করেন। পরে ওই  চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে অসাধু ব্যবসায়ী নজরুলকে ৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 
 

্রিন্ট

আরও সংবদ