খুলনা | সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২

নগরীর রায়েরমহল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে এগিয়ে আ’লীগের হাত ধরে বেড়ে ওঠা ওয়াদুদ

নিজস্ব প্রতিবেদক |
০১:২৫ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৫


নগরীর রায়েরমহল এলাকায় নানা সন্ত্রাসী কর্মকান্ডে সামনে আসছে এস এম আব্দুল ওয়াদুদ নামে এক ব্যক্তির নাম। চাঁদাবাজী, আইন অমান্য করা, জমি জবরদখলসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন মামলার আসামি তিনি। বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ করা হলেও দেখা যায়নি প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ। 
শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এস এম আব্দুল ওয়াদুদ ছিলেন আওয়ামী পরিবারের সদস্য। দলীয় পদ না থাকলেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে তার ছিলো ওঠাবসা। সে সময় আওয়ামী ক্ষমতাবলে তিনি হয়েছিলেন বেশ প্রভাবশালী। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ভোল পাল্টালেন এস এম আব্দুল ওয়াদুদ। বর্তমানে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সখ্যতা গড়ার চেষ্টা করছেন তিনি। পাশাপশি চালিয়ে যাচ্ছেন তার সন্ত্রাসী কর্মকান্ড। 
সন্ত্রাসী কর্মকান্ড ও অনিয়মে বাধা দেওয়ায় গত ১৯ আগস্ট খালিশপুর থানা বিএনপি’র সদস্য মুন্সি আকবর আলী মুরাদের উপর হামলা চালায় আব্দুল ওয়াদুদ ও তার সহযোগীরা। মেইন রাস্তার জায়গা দখল করে অপরিকল্পিত ভবন নির্মাণ করেছেন তিনি। সে বিষয়ে সিটি কর্পোরেশনসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দেন মুন্সি আকবর আলী মুরাদ। সে কারণেই তার ওপর হামলা। তারপর স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে আব্দুল ওয়াদুদ। এ বিষয়ে গত ২৩ আগস্ট নগরীর ১৪নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দসহ স্থানীয়রা মানববন্ধন করে আব্দুল ওয়াদুদ ও তার সহযোগীদের শাস্তির দাবিতে। মানববন্ধনের ব্যানারে তাকে স্বৈরাশাসকের দোসর ও আওয়ামী সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করা হয়। 
স্থানীয়রা জানান, বহুদিন ধরেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত এই আব্দুল ওয়াদুদ। সে সময় থেকেই তার সন্ত্রাসী কর্মকান্ড সবাই দেখতে পেয়েছে। ওয়াদুদ সেই কর্মকান্ড এখনো চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ অনেকের। দ্রুত এই ওয়াদুদকে আইনের আওতায় আনার দাবি হামলার শিকার হওয়া খালিশপুর থানা বিএনপি’র সদস্য মুন্সি আলী আকবর মুরাদের।  
আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে রয়েছে নানা জায়গায় চাঁদাবাজির অভিযোগ। তাকে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হতে হয়েছেন অনেকে। এরমধ্যে চাঁদা কেন্দ্রীক হামলার একটি ঘটনায় স্বপ্ন পূরণ নামে স্থানীয় একটি আবাসিক প্রকল্পে একজন কর্মচারী বাদি আব্দুল ওয়াদুদসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 
মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ৮ নভেম্বর বিকেলে রাজবাধ চৌরাস্তার মোড় এলাকায় স্বপ্ন পূরণ আবাসিক প্রকল্পে  একজন কর্মচারী সোহাগ ও ম্যানেজার ওমর শেখের কাছে শতক প্রতি জমি বিক্রিতে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। এর আগেও বেশ কয়েকবার তাদের কাছে চাঁদা দাবি করা হয়। এ বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ওমর শেখের ওপর হামলা চালায় আব্দুল ওয়াদুদ ও তার সহযোগীরা। চাপাতি, চাইনিজ কুড়াল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র দিয়ে তাদের রক্তাক্ত যখম করা হয়। পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ধরনের নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত রয়েছেন আব্দুল ওয়াদুদ। তাই দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
 

্রিন্ট

আরও সংবদ