খুলনা | মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২

খুলনা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৫


খুলনা আইডিয়াল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান অত্র কলেজের অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি এম এম সিটি কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জহির রায়হান। 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক খন্দকার হাবিবা। এছাড়া আরো বক্তৃতা করেন প্রভাষক মোস্তাফিজুর রহমান (ইংরেজী), প্রভাষক মোঃ মশিউর রহমান (গণিত)। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন সাব্বির মোল­া ১ম বর্ষ বিজ্ঞান বিভাগ এছাড়াও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা করেন নাফিজা আফরিন। অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উক্ত অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠোনের ২য় পর্যায়ে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ