খুলনা | সোমবার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ আশ্বিন ১৪৩২

আজ থেকে নতুন দাম

স্বর্ণের দামে এবার ভাঙলো অতীতের সব রেকর্ড, ভরি ১ লাখ ৯১ হাজার

খবর প্রতিবেদন |
১২:৫২ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৫


বিশ্ব বাজারের হু হু করে বাড়ছে সোনার দাম। এবার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে জানিয়েছে তারা। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
ওদিকে, বিশ্ববাজারে এর আগে কখনো এক আউন্স সোনার দাম ৩ হাজার ৭০০ ডলার হয়নি। একদিনে ৩৪ ডলার দাম বাড়ার ফলে এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১০ দশমিক ৩৫ ডলার। এক মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে প্রায় ৪০০ ডলার।  
এর আগে দেশের বাজারে গত ১৭ সেপ্টেম্বর এই দাম নতুন করে নির্ধারণ করা হয়। সে সময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৬৯০ ডলার উঠে ছিল। এরপর বিশ্ববাজারে দাম কিছুটা কমায় দেশের বাজারে রেকর্ড দাম নির্ধারণের ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮ সেপ্টেম্বর কিছুটা দাম কমানো হয়। পরে বিশ্ববাজারে ফের সোনার দাম বাড়তে থাকায় ২০ সেপ্টেম্বর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়। ওইদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৯৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়। 
সোনার অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে স¤প্রতি বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ এ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আমেরিকার শুল্ক নিয়ে ঝামেলা হচ্ছে। তাদের সঙ্গে চীন, রাশিয়া, ভারত এক সঙ্গে বৈঠক করছে। তার একটি প্রভাব পড়ছে ডলারে। মধ্যপ্রাচ্যে ইসরাইলি ঝামেলার জন্য মধ্যপ্রাচ্যের লোকরাও ডলারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, মানে নিরাপদ বোধ করছে না। এ কারণে এখন চীন, ভারতসহ বিভিন্ন দেশ সোনা কিনে রিজার্ভ করছে। আর একটা হলো সরবরাহ কম। খনি থেকে ওইভাবে সোনা তোলা হচ্ছে না। এসব কারণে সোনার দাম বাড়ছে। তিনি বলেন, সোনার দাম বাড়ার কারণে জুয়েলারি ব্যবসায় মন্দা চলছে। দেশের সোনার বাজারের আকারও ছোট হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ