খুলনা | মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২

সিনিয়র নির্বাচন অফিসার বরাবর আবেদন ওয়ার্ডবাসীর

নগরীর ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুনঃনির্ধারণের দাবি

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৮ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৫


খুলনা মহানগরীর ১৯নং ওয়ার্ডের ডালমিল মোড়স্থ ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুনঃনির্ধারণের জন্য খুলনার সিনিয়র নির্বাচন অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগি ওয়ার্ডবাসী। গতকাল সোমবার এ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। 
আবেদনপত্রে বলা হয়েছে, নগরীর ১৯নং ওয়ার্ডে ডালমিল মোড়স্থ ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফারাজী পাড়া (ডালমিল), বশিরহাট কলোনী, শেরে বাংলা রোড, বকশিপাড়া রোডস্থ (উত্তর পাশ) এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোট প্রদান করে আসছিলেন। ২০০৮ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সময় অনিবার্য কারণবশত ভোটকেন্দ্রটি পরিবর্তন করে শিববাড়ি মোড়ে গোবরচাকা প্রধান সড়কে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। কিন্তু ভোটকেন্দ্রটি ভোটার এলাকা থেকে অনেক দূরে হওয়ায় ভোটারদের ভোট প্রদানে অনীহাভাব দেখা দেয়। পরবর্তীতে এলাকাবাসীর আবেদনের ভিত্তিতে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটারদের সুবিধার্তে ডালমিল রোডস্থ ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়। ২০১২ সালে ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় উক্ত চারটি ভোটার এলাকার ভোটারদের জন্য সিটি কর্পোরেশন নির্বাচনে বসুপাড়া লেনের ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৎসংলগ্ন একতলা ভবন এবং জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটারদের জন্য ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা ভোটারদের জন্য ইসলামাবাদ কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত রয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে এক ভোটকেন্দ্র এবং জাতীয় সংসদ নির্বাচনে আরেক ভোটকেন্দ্র হওয়ায় ভোটারদের মধ্যে  ভোটকেন্দ্রজনিত বিভ্রান্তি সৃষ্টি হয়। 
আবেদনপত্রে আরও বলা হয়েছে, ডালমিল রোডস্থ ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শেষ হয়ে বিদ্যালয়ের সকল কার্যক্রম নতুন ভবনে হচ্ছে। ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র করার মত উপযোগী সকল পরিবেশ বিদ্যমান রয়েছে। 
এসব দাবিতে এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন করেছেন ফারাজীপাড়া রোডস্থ এলাকার ইসরাফিল কাজী, জহির হোসেন, বশিরহাট কলোনী এলাকার শেখ আবুল কালাম, সৈয়দ কাদিরুল ইমাম, শেরে বাংলা রোডস্থ তিসা আব্দুল হক খান, শফিকুল ইসলাম, বকসীপাড়া রোডস্থ প্রভাষ কুমার দত্ত, শেখ আরিফ হোসেন।    

্রিন্ট

আরও সংবদ