খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

আত্মাহুতির হুঁশিয়ারিতে তিন মাসের আল্টিমেটাম

শিরোমনি ডাচবাংলা এজেন্ট ব্যাংকের ক্ষতিগ্রস্ত আমানতকারীরা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন

খানজাহান আলী থানাপ্রতিনিধি |
১২:১১ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৫


নগরীর শিরোমনি বাজার ডাচবাংলা এজেন্ট ব্যাংকের রাখালী শাখার ৪ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক  দলের সদস্যদের গ্রেফতার পূর্বক আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। সমাবেশে বক্তারা ব্যাংক কর্তৃপক্ষের নিকট আমানতের টাকা ফেরত চেয়ে ও প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। টাকা আত্মসাৎকারীদের অন্যতম হোতা শেখ মিরাজুল ইসলাম গ্রেফতারের পর খানজাহান আলী থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে, আমানতকারীরা ৩ মাসের আল্টিমেটাম দিয়েছে। ডাচবাংলা এজেন্ট ব্যাংক খুলনা অফিস ঘেরাও করবেন এবং আমানতের টাকা ফেরত না দিলে আগামী জানুয়ারী মাসে শিরোমনি এজেন্ট ব্যাংকের সম্মুখে জীবন আত্মহুতি দিবেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

্রিন্ট

আরও সংবদ