খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা

খবর ডেস্ক |
০১:২৬ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৫


বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও এর আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ১১টি টিম ২৭টি অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার এসব অভিযান পরিচালিত হয়।
এ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগির, ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করাসহ ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে আরিশা মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে নান্না বিরিয়ানিকে ২ হাজার ৩০০ টাকা এবং কোরিয়ান জুস এন্ড ফাস্টফুডকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে নগরীর সদর থানার গগণ বাবু রোড, জাহিদুর রহমান সড়ক ও দোলখোলা এলাকায় রাজ্জাকের ফুচকাকে ৪ হাজার টাকা, বরিশাল মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়া, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার আঠারখাদা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মাস্টার ফার্মেসিকে ২ হাজার টাকা এবং মেসার্স শিপন ফার্মেসিকে ২ হাজার টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার চুড়ামনকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল মেডিকেলকে ২ হাজার টাকা, আনোয়ার মেডিকেলকে ২ হাজার টাকা, বিসমিল­াহ ফার্মেসিকে ২ হাজার টাকা, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে শরিফুলের গ্যাসের দোকানকে ২ হাজার ৫০০ টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে দৌলতপুর উপজেলার বালিয়াশীষা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শরিফুল ফার্মেসিকে ১০ হাজার টাকা, মায়ের দোয়া মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স জাহাঙ্গীর স্টোরকে ৫০০ টাকা, মেসার্স মোল্লা স্টোরকে ১ হাজার টাকা, গোলাম রব্বানি স্টোরকে ১ হাজার টাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে কচুয়া উপজেলার ভাষা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রুমী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে কলারোয়া উপজেলার কলারোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এম রুচিরা বেকারিকে ১০ হাজার টাকা, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজারে অভিযান চালিয়ে মেসার্স শাহেদ ফল ভান্ডারকে ৫০০ টাকা, আরজ আলী ফল ভান্ডারকে ১ হাজার টাকা, মেসার্স তাছিন স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স তাকওয়া স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স সেবা হোমিও ফার্মেসিকে ২ হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে শৈলকূপা উপজেলার সাধুহাটি বাজার ও থানা রোড এলাকায় অভিযান চালিয়ে ফাতেহা ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, হামজা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা, মোল্লা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, মা বীজ ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

্রিন্ট

আরও সংবদ