খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক |
০৮:০২ পি.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৫

 
খুলনায় নগরীর রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুলি করার পরপরই হামলাকারী দ্রুত পালিয়ে যায়।

আহত যুবকের নাম অনিক দাশ। তিনি নগরীর কালীবাড়ি এলাকার মন্টু দাশের ছেলে।

ঘটনার পর মুহূর্তেই খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে পুলিশ একটি পিস্তল, গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করেছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রেজিস্ট্রি অফিসের সামনে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে একজন কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে অনিককে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে অনিক রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা ছুটে আসে। এসময় হামলাকারী হাতের অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়।

্রিন্ট

আরও সংবদ