খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

তালার হাজরাকাটিতে ২০ কেজি পুশ চিংড়ি জব্দ, জরিমানা

তালা প্রতিনিধি |
১২:২০ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৫


তালা উপজেলার হাজরাকাটি বাজারে মৎস্য অফিসের বিশেষ অভিযানে ২০ কেজি বাগদা চিংড়িতে জেলি পুশ করে বাজারজাতকালে জব্দ করে বিনষ্টসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তারিক ইমাম অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০ কেজি জেলি পুশ করা বাগদা চিংড়ি মাছ জব্দ এবং মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিক্রেতা কাঠবুনিয়া গ্রামের বিধান কুমার সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে জব্দকৃত মাছগুলো স্থানীয় জনগণের উপস্থিতিতে বিনষ্ট করা হয়। 

্রিন্ট

আরও সংবদ