খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

ঝিনাইদহের ৫ মন্দিরে তালা ভেঙে বিগ্রহের গহনা চুরি

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:২০ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৫


ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গায় পাঁচটি মন্দিরে চুরি হয়েছে। একই এলাকায় থাকা মন্দিরগুলোর তালা ভেঙে বিগ্রহের গায়ে থাকা অলংকার নিয়ে গেছে চোর। মঙ্গলবার রাতে নলডাঙ্গায় পুরানো রাজবাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
নলডাঙ্গা পুজা কমিটির সভাপতি বঙ্কীম ব্যানার্জী বলেন, সাতচলি­শের দেশভাগের পর নলডাঙ্গার রাজারা রাজবাড়ি ও সহায়-সম্পত্তি ফেলে ভারতে চলে যান। তাদের তৈরি মন্দিরগুলোও অরক্ষিত অবস্থায় পড়ে থেকে ধ্বংস হতে থাকে। পরে ২০০০ সালের দিকে মন্দিরগুলো সংস্কারে উদ্যোগ নেন স্থানীয়রা। তারা পুরানো অবয়ব ঠিক রেখে মন্দিরগুলো সংস্কার করে আবার পূজা-অর্চনা শুরু করেন। এর ধারাবাহিকতায় এবারও জাঁকজমকের সঙ্গে পূজার আয়োজন করা হয়েছে মন্দিরগুলোয়। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় পূজা শেষ করে মন্দিরগুলোর দরজায় তালা লাগিয়ে বাড়ি চলে যান পুরোহিত। রাতে চোর বিষ্ণু, শিব, ল²ী, গণেশ ও সিদ্ধেশ্বরী মন্দিরের তালা ভেঙে বিগ্রহগুলোতো থাকা অলঙ্কার চুরি করে নিয়ে যায়।
তিনি আরও বলেন চোররা হয়তো ভেবেছিল বিগ্রহের গায়ের অলঙ্কারগুলো সোনার। কিন্তু সেগুলো ছিল ইমিটেশনে তৈরি নকল সোনার। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল­াহ আল মামুন বলেন, সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা চোরচক্রকে আটক করতে সক্ষম হবো। 
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মোঃ মনজুর মোরশেদ। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কথা বলেন। এছাড়া পুলিশকে জেলার পূজা মন্দিরগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি।

্রিন্ট

আরও সংবদ