খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

খুলনায় ট্রেনের ধাক্কায় কেপিআই পাওয়ার বিভাগের শিক্ষার্থী শাকিলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৩ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৫


খুলনায় ট্রেনের ধাক্কায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট (কেপিআই) পাওয়ার বিভাগের শিক্ষার্থী শাকিলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে জংশন রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল দিনাজপুরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। সে নগরীর বৈকালী এলাকার একটি মেসে বসবাস করতেন।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাদ রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বেতনা কমিউটার ট্রেনটি বেনাপোল থেকে খুলনার দিকে আসছিল। এ সময় শাকিল রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন œস্থানে আঘাত পান এবং ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে জংশন স্টেশন মাস্টার পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

্রিন্ট

আরও সংবদ