খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

নগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সমন্বয় সভা

টাইফয়েড টিকাদান বিষয়ে তৃণমূল পর্যায়ের মানুষদের অবহিত করা আবশ্যক : ফিরোজ সরকার

তথ্য বিবরণী |
০১:৪৪ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৫


টাইফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের স¤প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। টিকাদান ক্যাম্পেইন খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
সভায় বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক বলেন, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো আমাদের উন্নতির প্রয়োজনে জানতে হবে। টাইফয়েড টিকাদান বিষয়ে তৃণমূল পর্যায়ের মানুষদের অবহিত করা আবশ্যক। সর্বোপরি সরকারের এই মহতী উদ্যোগগুলো শতভাগ সফল করার চেষ্টা করতে হবে। 
সভায় জানানো হয়, টাইফয়েড জ¦র একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd   ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। উলে­খ্য, টাইফয়েড টিকা হালাল সনদপ্রাপ্ত। সমন্বয় সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, কেএমপির উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল-মাসুম, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষকসহ কমিটির সদস্যগণ অংশ গ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ