খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

২৫নং ওয়ার্ড নবগঠিত কমিটির সাথে মতবিনিময়

মহিলা দলের নেত্রীদের ঘরে-বাইরে সমান ভাবে কাজ করতে হবে : তুহিন

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৫


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা দলের নেত্রীদের সক্রিয় ভূমিকা রাখার আহŸান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি বলেন, নারীরা যদি প্রত্যেক এলাকায় সংগঠিত হয়ে জনগণের পাশে দাঁড়ান, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। মহিলা দলের নেত্রীদের ঘরে-বাইরে সমান ভাবে কাজ করতে হবে।
বুধবার সন্ধ্যায় বসুপাড়াস্থ রাজনৈতিক কার্যালয়ে ২৫নং ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে মহিলা দলের নেত্রীদের শুধু সাংগঠনিক কর্মকাÐ নয়, পাশাপাশি জনসচেতনতা তৈরি, ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। মহিলা দলের নেত্রীরা মাঠে নামলে জনগণের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হবে এবং গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হবে। তিনি বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঘরে-বাইরে নারীরা সমানভাবে প্রভাব বিস্তার করতে পারেন। তাদের আন্তরিকতা, সাহস ও সংগঠিত প্রচেষ্টা নির্বাচনী রাজনীতিতে বড় ভূমিকা রাখে।
দেশের বিভিন্ন প্রান্তে একটি গুপ্ত সংগঠন ধর্মের আড়ালে প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিশেষ করে নারীদের বেহেস্তের টিকিট বিক্রির নামে বিভ্রান্ত করা হচ্ছে, যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়ে তারা নারীদের আবেগ ও বিশ্বাসকে কাজে লাগাচ্ছে। বেহেস্তের টিকিট বিক্রি বলে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে, অথচ প্রকৃতপক্ষে তারা লুটপাট ও স্বার্থ হাসিলের জন্য কাজ করছে। এ ধরনের প্রতারণা শুধু সমাজকে বিপথে নিচ্ছে না, বরং ধর্মকেও অপমানিত করছে। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, এইসব ভন্ড চক্রের ফাঁদে পা না দিয়ে সচেতন হতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপপ্রচার ও প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে এবং জনগণের পাশে আছে। নারীদের সঠিক পথে সংগঠিত হলে প্রতারণামূলক চক্রগুলো ধ্বংস হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন নাসরিন হক শ্রাবণী, কামরুন্নাহার হেনা, মুন্নি জামান, রেশমি খাতুন, ওজিফা বেগম , নাজমা বেগম, মাকসুদা, লিলি বেগম প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ