খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

খালিশপুরে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |
০৭:১৩ পি.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৫


খুলনার খালিশপুরের বাস্তহারা কলোনির মসজিদ রোডে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল চারটায় ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট।

সভাপতি কাজী শামীম বলেন, “সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের কারণে সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।”

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট বলেন, “খালিশপুরে দীর্ঘদিন ধরে মাদক ও নৈরাজ্যের প্রভাব মানুষকে কষ্ট দিচ্ছে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে এলাকায় শান্তি ফিরে আসে।”

খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস বলেন, “যে মাদক ও সন্ত্রাস আমাদের পরিবার ও সমাজকে ধ্বংস করছে, তা মোকাবিলায় কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বিএনপি এ ক্ষেত্রে জনগণের পাশে আছে এবং থাকবে।”

খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী বলেন, “আজ দেশের সর্বত্র নৈরাজ্য ও মাদকের ছড়াছড়ি। এর শিকার হচ্ছে আমাদের তরুণ সমাজ। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।”

যুবদল নেতা সুমন হাওলাদার বলেন, “মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে। তরুণরা যদি সুস্থ সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার সাথে যুক্ত হয় তবে তারা কখনো নেশার দিকে যাবে না। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”

এলাকাবাসীরা জানান, মাদক ও নৈরাজ্যের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে এবং পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিবাদ কর্মসূচি সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং এলাকার ধর্মীয় চর্চা, শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হবে। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ