খুলনা | রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা-ভাঙচুর

খবর প্রতিবেদন |
০১:১০ এ.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৫


খাগড়াছড়িতে মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে এবং পাহাড়ে জুম্ম নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা। এ সময় তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। শুক্রবার বেলা ১১টায় সংগঠনটির আয়োজনে খাগড়াছড়ি সরকারি কলেজে বিক্ষোভকারীরা জমায়েত হন। পরে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তৃতা করেন জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা, উক্যনু মারমা।
এ সময় বক্তারা বলেন, পাহাড়ে নারী ধর্ষণের বিচার না হওয়ার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যায়। যার কারণে একই ঘটনা বারবার ঘটতে থাকে। তারা ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়। সন্দেহভাজন অভিযুক্ত যুবককে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
উলে­খ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের আটকের দাবিতে গতকাল বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ করে জুম্ম ছাত্র-জনতা।

্রিন্ট

আরও সংবদ