খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

এক সপ্তাহে ডেঙ্গুতে ঝরলো ২১ প্রাণ বাড়ছে আক্রান্তের সংখ্যা

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৫


এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ নগরের পাশাপাশি গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু প্রতিরোধে যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল সংশ্লিষ্টরা সেটা নিতে পারেনি। ফলে প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল­া দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু এবং তিন হাজার ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২০ সেপ্টেম্বর কারও মৃত্যু না হলেও ৩৮২ জন হাসপাতালে, ২১ সেপ্টেম্বর ১২ জনের মৃত্যু এবং ৭৪০ জন হাসপাতালে, ২২ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৬৭৮ জন হাসপাতালে, ২৩ সেপ্টেম্বর একজনের মৃত্যু এবং ৬৬৪ জন হাসপাতালে, ২৪ সেপ্টেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৬৬৮ জন হাসপাতালে, ২৫ সেপ্টেম্বর একজনের মৃত্যু এবং ৬৩২ জন হাসপাতালে, ২৬ সেপ্টেম্বর কারও মৃত্যু না হলেও ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৬৯২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৪৭৮ জন। মারা গেছেন ১৮৮ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি কর্পোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত¡বিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিক ভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উলে­খ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

্রিন্ট

আরও সংবদ