খুলনা | রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২

সাতক্ষীরায় ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২০ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ছাত্রদলের নেতা-কর্মীরা এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর এলাকা তাকে আটক করা হয়। 
আটক ছাত্রলীগ কর্মী রাসেল সদর উপজেলা শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামানের ছেলে। স্থানীয় ছাত্রদল কর্মীদের অভিযোগ ছাত্রলীগ কর্মী রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি করেছেন। এ খবর পেয়ে তারা রাসেলকে আটক করে সদর থানায় পুলিশে সোপর্দ করেন।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান ছাত্রলীগ নেতা রাসেল সদর থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার পলাতক আসামি। স্থানীয় ছাত্রদল কর্মীরা ও এলাকাবাসী মিলে রাসেলকে আটক করে পুলিশে খবর দেয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ