খুলনা | রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২

যশোরে দু’টি রেস্টুরেন্টে ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২০ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৫


যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু’টি রেস্টুরেন্টে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত শহরের এম কে রোড ও ভাতুড়িয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শহরের এম কে রোডের টেস্টি ট্রিট রেস্টুরেন্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের ‘প্রাণ পটেটো স্পাইসি বিস্কুট’-এর একটি প্যাকেটে ১৬ প্যাকেট থাকার কথা থাকলেও খোলার পর ১৫টি প্যাকেট পাওয়া যায়। যা ক্রেতাদের সাথে প্রতারণার শামিল।
অন্যদিকে, সদর উপজেলার ভাতুড়িয়া বাজারের নিউ বাধন ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের খাবারের প্যাকেটে ১৯২ গ্রাম ওজন থাকার কথা থাকলেও মাপজোখে পাওয়া যায় ১৭৯ গ্রাম। কর্তৃপক্ষের মতে, এ ধরনের কার্যক্রম প্রতারণামূলক এবং ভোক্তা অধিকার বিরোধী।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান সাথে ছিলেন ক্যাব সদস্য রাকিব হোসেনসহ পুলিশ সদস্যরা।

্রিন্ট

আরও সংবদ