খুলনা | রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২

গণসংহতি আন্দোলনের জেলার কর্মীসভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৫


ঐক্যবদ্ধ জনগণই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পথ দেখাবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু। তিনি বলেন, মানুষ বুলেটের সামনে দাঁড়িয়ে দেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে মানুষ ঐক্যবদ্ধ আছে। জনগণের এই ঐক্যবদ্ধতাই আগামীর নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পথ দেখাবে।
শনিবার বিকেল ৫টায় জেলা কার্যালয়ে গণসংহতি আন্দোলন জেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষায় নতুন রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে গণসংহতি আন্দোলন জেলা শাখার কর্মীসভা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে জেলা সদস্য আল আমিন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য টিপু সুলতান, নাজমুল তারেক তুষার, নাদিরা খাতুন, সামস সারফিন সামন, আসিফ ইকবাল চৌধুরী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ