খুলনা | রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২

জোসেফিয়ান বার্ষিক সাধারণ সভায় শিক্ষা ও স্বাস্থ্য সেবার অঙ্গীকার

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৫


মানব সেবামূলক সংগঠন ‘জোসেফিয়ান শিক্ষা-স্বাস্থ্য প্রণোদনা’ এর বার্ষিক সাধারণ সভা শনিবার খুলনাস্থ বিএমএ ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দেশ ও বিদেশে অবস্থানরত খুলনা সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন সমাজের অনগ্রসর ও দুস্থ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক (অ্যাডমিন) ও ব্যাচ-১৯৮১ এর প্রাক্তন ছাত্র সাবিবুর রহমান জিয়া। সভার উদ্বোধন করেন সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রনজিত মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌহিদ আহমেদ নিশার (ব্যাচ-১৯৮১)।
সভায় সংগঠনের বিগত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন পেশ করেন মোঃ মিজানুর রহমান খান ডিকেন (ব্যাচ-১৯৮২)। প্রতিবেদনে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে গৃহীত বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়।
সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন শাহ্ আরাফাত রাহীব (ব্যাচ-২০০৮)।
বার্ষিক সাধারণ সভায় অগ্রজ জোসেফিয়ানদের মধ্যে উপস্থিত থেকে সভাটিকে আলোকিত করেন নিরঞ্জন কুমার বিশ্বাস (ব্যাচ-১৯৬৩), এড. আবদুল­াহ হোসেন বাচ্চু (ব্যাচ-১৯৬৫) এবং এড. জালাল উদ্দিন রুমি (ব্যাচ-১৯৭২)। তাঁদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা সংগঠনের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে।

্রিন্ট

আরও সংবদ