খুলনা | রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২

খুলনা বক্ষব্যাধি হাসপাতালে দুর্ধর্ষ চুরি খোয়া গেল প্রায় ৫ লাখ টাকার মালামাল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৫


নগরীর মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি সংঘটিত হতে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। সিসি ক্যামেরা, কনডেন্সার কপারপাইপ, ক¤েপ্রসার, এসি আউটডোর পাইপ, কনডেনশাল কয়েলসহ আনুমানিক ৪-৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি কর্তৃপক্ষের।
ল্যাব ইনচার্জ মামুন হাসান জানান, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অফিস শেষ করে সকল কর্মকর্তা-কর্মচারীরা চলে যায়। ২৭ সেপ্টেম্বর সকালে ইলেকট্রিশিয়ান এসে জানায় রাতে চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ চোর সিসি ক্যামেরা, কনডেন্সার কপারপাইপ, ক¤েপ্রসার, এসি আউটডোর পাইপ, কনডেনশাল কয়েলসহ আনুমানিক ৪-৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
তিনি আরো জানান, শনিবার সকালে আমার ল্যাব টেকনোলজিস্ট মেশিন চালু করলে মেশিন চলছে না বললে আমরা অনুসন্ধানে দেখতে পাই মেশিনের তার নাই চুরি হয়েছে।
এ বিষয়ে হাসপাতালে প্রধান সহকারী এস এম শামীম হোসেন জানান, হাসপাতালের চুরির ব্যাপারে খানজাহান আলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
খানজাহানআলী থানার ওসি তুহিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ব্যাপারে দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

্রিন্ট

আরও সংবদ