খুলনা | রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২

কেসিসি’র ৪টি ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৫


খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) চারটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে জামায়াতে ইসলামী মনোনীত কেসিসির প্রধান নির্বাচন কমিশনার এড. লস্কর শাহ আলম ১৭নং ওয়ার্ডে মোঃ রবিউল ইসলামকে, ১৮নং ওয়ার্ডে মোঃ মশিউর রহমান রমজান, ২০নং ওয়ার্ডে মোঃ মঞ্জুর কাদের ও ২৫নং ওয়ার্ডে মাওলানা মোঃ জাহিদুর রহমান নাঈমের নাম ঘোষণা করেন। 
সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহীদুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। 
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কেসিসির প্রধান নির্বাচন কমিশনার ও মহানগরী সহকারী সেক্রেটারি এড. লস্কর শাহ আলম, সোনাডাঙ্গা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে থানা কর্মপরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন কাজল ও মাওলানা দেলাওয়ার হোসাইন ফারাজী, ১৭নং ওয়ার্ড আমীর মোঃ রবিউল ইসলাম, ১৮নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, ২০নং ওয়ার্ড আমীর ডাঃ আবুল খায়ের, ২৫নং ওয়ার্ড আমীর ড. ত্বহিরুল আহসান ত্বহা, ১৭নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসেন, ১৮নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম, ২০নং ওয়ার্ড সেক্রেটারি ইমরান হোসেন ইমরুল, ২৫নং ওয়ার্ড সেক্রেটারি মুহাদ্দিস শহিদুল ইসলাম, প্রিন্সিপাল আরিফ বিল্লাহ, খাইরুল ইসলাম, নূরুল ইসলাম বাবুল, জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, সেলিম খান, নাসির উদ্দিন, মাওলানা মফিজুল ইসলাম, মুস্তাফিজ মাহিম, গোলাম রাব্বি, রাইজুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আহমেদ আলী, ইব্রাহিম খলিল, হারুনুজ্জামান, গাজী হারুন, মুস্তাফিজুর রহমান, আব্দুল হালিম, সাইফুজ্জামান রাজিব, আহসানুল মুঈজ, আব্দুল­াহ আল মামুন, বিএম তৈয়্যেবুর রহমান, ফরিদ, কবিরুল ইসলাম, রেদওয়ান ও শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ