খুলনা | সোমবার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

শারদীয় শুভেচ্ছা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৫


সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সকল দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা এবং দেশের মঙ্গল কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন মহানগর শাখার সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, সুখময় বিশ্বাস, সমর কুন্ডু, শ্যামল রায়, দেবনারায়ন দাস, মিঃ তুষার দোবে বাবলু, মহাদেব সাহা, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, প্রশান্ত কুমার দাস, বিপুল পোদ্দার, তরুন রায় শিবু, নিলয় মুখার্জী, বিপ্লব দাস, বিশ্বজিৎ দে সরকার, রঘুনাথ ঘোষ কালা, উদয় নাথ মুন্সি, বীরেন্দ্র নাথ দত্ত, প্রভাসক বিনয় কৃষ্ণ সাহা, খোকন কুমার দাস, সাগর সাহা, সুকুমার সাহা, মাইকেল পাথুয়েল সরকার, সঞ্জীব সাহা কালু, গোপাল ঘোষ, ননী দাস, শ্যামল কুমার ঘোষ, বলরাম ঘোষ, সুখদেব ঘোষ, বিশান চন্দ্র রায় (দীনেশ), নিতাই বিশ্বাস, পুলকেশ সাহা, তপন চক্রবর্ত্তী, এড. বিধান চন্দ্র ঘোষ, মিন্টু আঢ্য, উত্তম গুপ্তা, আনন্দ কুমার স্বর, তুষার সরকার, সিধু চক্রবর্ত্তী, ডাঃ সুদেব মন্ডল, ডাঃ নিরঞ্জন অধিকারী, জগন্নাথ দত্ত, কার্ত্তিক চন্দ্র রায়, চিন্ময় সাহা, অশোক কুমার দাস, রাজ কুমার হেলা, মুকুল রায় ও বিশ্বজিৎ সাহা প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ