খুলনা | সোমবার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

তথ্য বিবরণী |
১২:২১ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৫


আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা রোববার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’।     
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করা হয়। দেশে যতগুলো আইন আছে তার মধ্যে তথ্য অধিকার আইন ছাড়া সমস্ত আইনই জনগণের উপর প্রয়োগ করা হয়। তথ্য অধিকার আইনের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ সরকারি দপ্তরগুলোর তথ্য চাইতে পারে, যার মাধ্যমে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হয়। তথ্য অধিকার আইনের আওতায় চাওয়া তথ্যগুলো প্রদানে সরকারি দপ্তরগুলোকে তৎপর থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা যারা সরকারি দপ্তরে কাজ করে থাকি তারা সবসময় তথ্য প্রদান করতে বাধ্য। সরকারি প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার বিষয়ে তৎপর হলেই চলবে না, এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সক্রিয় হতে হবে। 
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুল­াহ-আল মামুন। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ