খুলনা | সোমবার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬ বিলাসবহুল গাড়ি জব্দ

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৫


আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের লালবাগের আজিমপুর দায়রা শরিফ আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। রোববার দুপুরে শুরু হওয়া এ অভিযানে কোটি টাকা মূল্যের ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি বিএমডব্লিউ গাড়িও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী সেলিমের ১২ তলা ভবনের নিচতলায় বিশেষ ভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি কক্ষে এসব গাড়ি লুকিয়ে রাখা হয়েছিল।
কয়েক কোটি টাকার গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে পারেননি। কেন সেগুলো আলাদা রুমে টিনশেড দিয়ে লুকানো হয়েছিল সে বিষয়েও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। অভিযান চলাকালীন ওই ম্যানেজারকে আটক করেছে যৌথবাহিনী।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, অভিযান শেষে গাড়িগুলো থানায় আনা হয়ে এবং তবে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। হাজি সেলিম প্রথমবার ঢাকা-৮ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালের নির্বাচনে বিএনপি’র প্রার্থী প্রয়াত নাসির উদ্দিন আহমেদের (পিন্টু) কাছে তিনি পরাজিত হন।
২০১৪ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে প্রতিদ্ব›িদ্বতা করে জয়ী হন হাজি সেলিম। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন তিনি। তবে দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন ওঠে। সেই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়েছিল, পরে অবশ্য জামিনে মুক্ত হন।
গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম প্রার্থী হননি। তাঁর ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৭ আসন থেকে নির্বাচিত হন। বর্তমানে তিনিও গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

্রিন্ট

আরও সংবদ