খুলনা | সোমবার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা বিএনপি নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৫


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। রোববার পৃথক পৃথক বার্তায় তারা এ শুভেচ্ছা জানিয়েছেন।
খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী ও বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বিবৃতিতে খুলনা-৩ আসনের খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বার্তায় উলে­খ করেছেন শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সৌহার্দ্য ও স¤প্রীতি বজায় রেখে পালন করে আসছেন যা বিশ্বে সা¤প্রদায়িক স¤প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সা¤প্রদায়িক স¤প্রীতির এই মহান ঐতিহ্যকে আমাদের সমুন্নত রাখতে হবে। 
এছাড়া খুলনা-৪ আসন রূপসা-তেরখাদা ও দিঘলিয়াবাসীসহ সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বার্তায় উলে­খ করেছেন, দুর্গোৎসব বাঙালির অন্যতম প্রধান উৎসব। এ উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। মিলনমেলার এই উৎসবের মাধ্যমে স¤প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। সকল বিভেদ ভুলে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে। তারা দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, দুর্গোৎসব বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি ধর্মীয় উৎসব হলেও এর সামাজিক ও সাংস্কৃতিক দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গোৎসব শুধু আনন্দের নয়, এটি মিলনমেলারও উৎসব। ভ্রাতৃত্ব, স¤প্রীতি ও সহমর্মিতার বার্তা বহন করে এই উৎসব আমাদের সা¤প্রদায়িক স¤প্রীতিকে আরও সুদৃঢ় করে।
তারা বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল স¤প্রদায় যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছে। এ ঐতিহ্য আমাদের শক্তি, এ ঐতিহ্যই আমাদের গর্ব। আমরা চাই, শান্তি-শৃঙ্খলা ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে দুর্গোৎসব পালন হোক সকলের মিলনমেলা। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, আজকের এই উৎসব যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, মমত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার এক শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। বিভেদ নয়, ঐক্যই হোক আমাদের মূল শক্তি। আমরা বিশ্বাস করি, যে কোনো দুঃসময়ে এই স¤প্রীতির বন্ধনই আমাদের সমাজকে রক্ষা করবে। খুলনা মহানগর বিএনপি নেতারা দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে পালিত হোক-এই কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীসহ খুলনা ও দেশের সকল নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

্রিন্ট

আরও সংবদ