খুলনা | সোমবার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে খুলনা বিএনপি

প্রতিটি পরিবারে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে এই উৎসব : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন বাংলাদেশের সব নাগরিক মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ভেদাভেদ ছাড়াই সমান অধিকার, স্বাধীনতা ও সুরক্ষাভোগ করছে। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশি হিসেবে এর ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে উঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, স¤প্রীতি, সৌহার্দ্য এবং ভাতৃত্ব। শারদীয় দুর্গোৎসব প্রতিটি পরিবারে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে।  
তিনি রোববার সন্ধ্যা ৭টায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর বাগমারা সর্বজনীন শ্রীশ্রী গোবিন্দ মন্দির, সন্ধ্যা সাড়ে ৭টায় বাগমারা তেঁতুলতলা মন্দির, রাত পৌণে ৮টায় লবণচরা সর্বজনীন পূজামন্দির পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, মজিবর রহমান ফয়েজ, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, সমশের আলী মিন্টু, শরিফুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, আসলাম হোসেন, আল বেলাল, শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী, শামীম আশরাফ, শামীম খান, হুমায়ুন কবির, রিয়াজুর রহমান, মোস্তফা জামান মিন্টু, সুলতান মাহমুদ সুমন, মাজেদা খাতুন, কামরুজ্জামান সিরাজ, সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, রাজিবুল আলম বাপ্পি, সজল আকন নাসিব, আব্দুল জলিল, ফিরোজ আহমেদ, আব্দুল লতিফ, মাসুদ রুমী, কামরুল আলম খোকন, মো. আলী হোসেন, আব্দুর রহমান, মতিউর রহমান, তৈবুর রহমান তপু, মিজানুর রহমান মিজান, হুমায়ুন কবির, খায়রুল বাসার, সেলিম বড় মিয়া, সালাউদ্দিন সান্নু, শুকুর আলী, ছিদ্দিকুর রহমান, মামুনুর রহমান, তায়েবুর রহমান, তালেব মোল­া, হালিম মিনা, আলাউদ্দিন মিনা, হাসানুজ্জামান, শহিদুল ইসলাম শহিদ, গিয়াম উদ্দিন টিপু, জাহাঙ্গীর হোসেন, আব্দুস সোবহান, রিফাত আমান, সুলতান হাওলাদার, মজিবর শরিফ, ইব্রাহিম খলিল, লাকি আক্তার প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ